বাঁশখালীর সরল ইউনিয়নে উপকূলীয় এলাকার লবণ মাঠে দুর্বৃত্তরা ‘চাঁদা দাবির পর’ পলিথিন কেটে দিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সরল ইউনিয়নের পশ্চিম সরল ২ নম্বর ওয়ার্ডের বঙ্গোপসাগর উপূকলীয় সচিবের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. বাদশা, মো. শাহনেওয়াজ, মো. দেলোয়ার, নুরুল হোসেন, মো. ইসমাইল, সাইফুল হকসহ ২০ লবণ চাষির প্রায় ১৫ একর জমির ৫০০টি পলিথিন বেড ও লবণসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত চাষি নুরুল হোসেন, মো. ইসমাইল, মো. মনজুর আলম বলেন, ঘটনার ব্যাপারে সুনিদিষ্ট অভিযোগ করা না হলেও বাঁশখালী থানায় মৌখিকভাবে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি টিম। ক্ষতিগ্রস্তরা আরো জানান, কয়দিন আগে থেকে এ লবণ মাঠে চাষের ব্যাপারে কিছু চিহ্নিত ব্যক্তি নানাভাবে চাঁদা দাবি করে আসছিল।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, এ বিষয়ে কেউ সুনিদিষ্ট অভিযোগ করেনি। তারপরেও খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।