‘অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ’ হাটহাজারীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবিদের নিয়ে গঠিত কমিটির পরিচিতি সভা ১৬ আগস্ট একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুফতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচকবৃন্দ বলেন, হাটহাজারীতে যে চাঁদাবাজি, ইভটিজিং, মাদকের ছড়াছড়ি, প্রশাসনে ঘুষ বাণিজ্য, অসহনীয় যানজট শুরু হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন,শক্তহাতে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে দূর্বার সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দলমত এবং শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, সাধারন মানুষের জানমালের হেফাজত, খাদ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরন সহ সমাজের প্রতিটি সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া বিকল্প নেই। এ আন্দোলনকে একদিকে যেমন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করতে হবে, অপরদিকে হাটহাজারী থেকে শুরু হওয়া এই আন্দোলন সকল প্রকার অন্যায় ও অনিয়ম, জুলুম ও ব্যাভিচার মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস আহমদ দিদার কাসেমী, হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ আলী, নাছির উদ্দীন মুনির, আব্দুর রহমান চৌধুরী, জাফর আহমদ, হাবিবুল হক বাবু, আসলাম মোরশেদ, মতিউল্লাহ নূরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মু.ফোরকান সিকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক, ওজাইর আহমদ হামিদী,এস. এম শোয়াইব, অধ্যাপক ডা. ফজলুল কাদের, খোরশেদ আলম শিমুল, এম. এ বাশার, আইয়ুব পাভেল, ডা. মিনহাজুল আলম জিসান, আবু তালেব রুবেল, মো. ওসমান গণি, জিয়া হায়দার, মো. শাহ আলম, অ্যাড. আবু হেনা মোস্তফা, ইরফানুল্লাহ চৌধুরী, মামুনুর রশিদ, ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।