চাঁদাবাজি মামলায় রাঙ্গুনিয়ায় জেলে ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ৮:৪৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি মামলায় সুশীল বড়ুয়া (৫৩) নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সুশীল বড়ুয়া উপজেলার পশ্চিম শিলক ফিরিঙ্গিখীল এলাকার মৃত খুদিরাম বড়ুয়ার ছেলে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) আদালত তাকে জেলে প্রেরণ করে।

এর সত্যতা নিশ্চিত করে এডভোকেট মো. জিয়া উদ্দিন বলেন, “গত ২৮ আগস্ট রাঙ্গুনিয়ার শিলক ফিরিঙ্গিখীল এলাকার মুন্না বড়ুয়া বাদি হয়ে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৮৫ ধারায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাকে তদন্তের দায়িত্ব দেয়। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিলে আদালত তাকেসহ মামলার অপর দুই আসামি কমলেন্দু বড়ুয়া ও বাদল বড়ুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। সেই মোতাবেক আজ বুধবার আদালতে জামিন আবেদন করা হলে আদালত সুশীলকে জেলে প্রেরণ করে।”

মামলার বাদি মুন্না বড়ুয়া সন্তুষ্টি প্রকাশ করে জানান, সুশীল বড়ুয়া ও তার সহযোগীরা তাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছিল। চাঁদার দাবিতে তাকে ঘর নির্মাণে বাধা ও জায়গা দখলের পাঁয়তারা করছিল।

এছাড়া এলাকাতেও সুশীলের বিরুদ্ধে নানা অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় থানার সামনেই ৬ দোকানে চুরি
পরবর্তী নিবন্ধসেই ভিডিও যেন ছড়িয়ে না পড়ে