চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে জানানো হয়, গণমাধ্যমের বরাতে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।
এতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে এবং এটি দলের সুনাম ক্ষুণ্ন করেছে। তাই তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে অভিযোগ করা হয়, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে একজন মেসেঞ্জার কলে নিজামের সঙ্গে কথোপকথনে আন্দোলন বন্ধের জন্য টাকার বিষয়টি আলোচনা করছেন।
দলীয় সূত্র জানায়, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক। এর আগে, গত ৫ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এক নারী দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনেন নিজামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, টাকা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে পুনর্বহাল করা হয়।
সবশেষ ৯ আগস্ট ঘোষিত ৩২ সদস্যের এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটিতে নিজাম উদ্দিনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল।