চাঁদাবাজিতে বাধা দেয়ায় হামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

দুর্বৃত্তের হামলায় নগরের কর্নেল হাটে আবুল হাসনাত বাবু (২৮) এক জন আহত হয়েছেন। গত রাতে সাড়ে ৮টার দিকে বিশ্ব কলোনি বি ব্লক সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় এ ঘটনা ঘটে। বাবুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন।

বাবুর বন্ধু রাজু আজাদীকে বলেন, কর্নেল হাটে ফুটপাতে চাঁদাবাজি করা হয়। পরশু এতে বাধা দেয় বাবু। আজ (গতকাল) সে দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় ওই চাঁদাবাজরা এসে হামলা করে।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীতে ট্রান্সপোর্ট অফিস ও বাসায় চুরি
পরবর্তী নিবন্ধটেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা