চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না

প্রেস ক্লাবে মতবিনিময়ে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে চাঁদাবাজদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। তিনি বলেন, জোর জবরদস্তি করে কারো কাছ থেকে আর্থিক মুনাফা নেওয়া যাবে না। বৈধভাবে ব্যবসা করেনএক্ষেত্রে সবার জন্য সহযোগিতা উন্মুক্ত থাকবে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিএমপি কমিশনার বলেন, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি চট্টগ্রাম নগরীতে চলতে পারবে না। নগর জীবনে জনস্বার্থে অনেক কিছু মানুষকে মেনে নিতে হয়। বিদ্যমান কাঠামো, অতিরিক্ত জনসংখ্যা ও পরিবহনের কারণে পুলিশকে বাধ্য হয়ে অনেক সময় নানা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যা অনেকের কাছে পছন্দের নাও হতে পারে। তবে দেশ ও জাতির স্বার্থে অনেক কিছু আমাদের বিবেচনায় আনা উচিত। তিনি আরও বলেন, পুলিশ এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক অনিবার্যতা অস্বীকার করার সুযোগ নেই। পুলিশ বিভাগে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ অনেক বেশি। এ কাজের মূল শক্তি গণমাধ্যম। গণমাধ্যম পুলিশকে এগিয়ে যাবার পথ দেখায়। মিডিয়ার ভূমিকা পুলিশের প্রতি মানুষের ইতিবাচক ধারণা বৃদ্ধি করে। গত এক বছরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র অনেক ভালো। সকলের সহযোগিতায় আরো ভালো কিছু করার মানসিকতা সিএমপির রয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, অঞ্জন কুমার সেন, জাহিদুল করিম কচি, পংকজ কুমার দস্তিদার, নুরুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, আসিফ সিরাজ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম সরওয়ারুল আলম সোহেল, কুতুব উদ্দিন, আল রাহমান, খোরশেদুল আলম শামীম, মো. আইয়ুব আলী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) আকরামুল হাসান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) মাহমুদুল হাসান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধসচেতনতা ডেঙ্গু প্রতিরোধের একমাত্র হাতিয়ার