চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও বান্দরবানের জয়

চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শনিবার অনুষ্ঠিত চারটি ম্যাচে জয় পেয়েছে এবি ব্যাংক চাঁদপুর, ইস্পাহানি ফেনী, ফর্টিস কুমিল্লা এবং এশিয়ান বান্দরবান। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এবি ব্যাংক চাঁদপুর ৯৭ রানের বড় ব্যবধানে ফর্টিস রাঙামাটিকে পরাজিত করে। রাঙামাটি টসে জিতে চাঁদপুরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ২০ ওভার ব্যাট করে তারা ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের টপ অর্ডাররা ভালোই রান পান। দুই ওপেনার তোফায়েল আহমেদ ৪০ এবং অধিনায়ক সাদ্দাম হোসেন ৩৪ বলে ৪৭ রান করে আউট হন। অন্যদের মধ্যে ১৬ রান করে সংগ্রহ করেন মেহেদি হাসান এবং ফজলে রাব্বী। রাব্বী অপরাজিত ছিলেন। তানভীর আহমেদ ১১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। রাঙামাটির পক্ষে ২টি উইকেট পান জুয়েল দাস। জবাবে রাঙামাটি ১৬.১ ওভার খেলে মাত্র ৫৬ রানে বুকড্‌ হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১১ রান করে সংগ্রহ করেন নজরুল ইসলাম এবং জুয়েল দাস। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। চাঁদপুরের হয়ে ২টি করে উইকেট নেন মেহেদি হাসান রানা এবং তানভীর আহমেদ। এ খেলায় ম্যাচ সেরা হন এবি ব্যাংক চাঁদপুরের সাদ্দাম হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্লাস্টার হেড মো. জাহেদুল আলম।

একই মাঠে দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ইস্পাহানি ফেনী ১৮ রানে কন্টিনেন্টাল খাগড়াছড়িকে পরাজিত করে। টসে জিতে ফেনী প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে সংগ্রহ করেন মৃত্তিক নাথ জিৎ এবং সাজ্জাদ হোসেন রায়হান। এছাড়া শাহরিয়ার আহমেদ ২৫,মিনহাজ সাকিব ১৯ এবং সাজ্জাদ হোসেন ১৬ রান করেন। খাগড়াছড়ির হয়ে ৩টি করে উইকেট নেন মহিউল ইসলাম এবং উপহা প্রু মারমা। জবাবে খাগড়াছড়ি ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করতে সমর্থ হয়। ফেনীর পক্ষে ২টি করে উইকেট পান শাহরিয়ার আহমেদ এবং সাজ্জাদ হোসেন রায়হান। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ইস্পাহানি ফেনীর এয়াসিন হোসেন। এয়াসিন ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। ১৭টি ডট বল দেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি গ্রুপের ম্যানেজার টি ট্রেড তাসবির হাকিম।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ফর্টিস কুমিল্লা ২২ রানে ক্লিফটন কক্সবাজারকে পরাজিত করে। টসে জিতে কঙবাজার কুমিল্লাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভার খেলে তারা ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। কুমিল্লার পক্ষে রুবেল মিয়া ৩৭,আনোয়ার হোসেন ২১,স্বপন কুমার ২১,আবু বকর ১৬ এবং ইয়াসির আরাফাত অপরাজিত ১৩ রান করেন। কঙবাজারের পক্ষে ফয়সাল এবং সাইয়িদ সরকার প্রত্যেরেক ২টি করে উইকেট নেন। জবাবে কঙবাজার ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১১ তুলতে সমর্থ হয়। দলের পক্ষে আজাদ ২৯, নিরো ২৪, তারেক ১৪ এবং রাদিয়ান ১০ রান করেন। কুমিল্লার পক্ষে ৩টি করে উইকেট নেন আশরাফুল হাসান এবং মেহেদি হাসান। এ খেলায় ম্যান অব দি ম্যাচ হন ফর্টিস কুমিল্লার মেহেদি হাসান। তার হাতে পুরস্কার তুলে দেন ক্লিফটন গ্রুপের প্রতিনিধি এ জেড এম সাইফুল ইসলাম টুটুল। একই মাঠে দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় এশিয়ান বান্দরবান ৫৪ রানে ইস্পাহানি লক্ষীপুরকে পরাজিত করে। টসে জিতে এশিয়ান বান্দরবান প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে তারা। শূন্য রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। পরে অধিনায়ক জসিম উদ্দিন ৩১,আয়ে আয়ে মাউং ২৪ এবং তন্ময় পাটোয়ারি অপরাজিত ৪৮ রান করেন। লক্ষীপুরের শাকিল হোসেন ৩টি উইকেট লাভ করেন। জবাবে ইস্পাহানি লক্ষীপুর ১৪.৫ ওভার খেলে ৭৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আহমেদ শরীফ সর্বোচ্চ রান করেন অপরাজিত ২৯ রান তুলে। এছাড়া মনজুরুল ইসলাম ১২ রান করেন। অন্যদের মধ্যে অন্য কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। এশিয়ান বান্দরবানের পক্ষে সাঈদ নাহিদ ১৭ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। এছাড়া ৩টি উইকেট পান তাজুল ইসলাম। বান্দরবানের সাঈদ নাহিদ এ খেলায় ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার টি ট্রেড সাইয়িদ হোসেন পিসনামাজ। আজও দুই ভেন্যুতে চারটি খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২ হাজার, সর্বোচ্চ ৬৯ হাজার!
পরবর্তী নিবন্ধসময় পিছিয়ে এশিয়া কাপের সূচিতে বদল