বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর এবার হারিয়েছে খাগড়াছড়িকে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর ১০৪ রানের বড় ব্যবধানে খাগড়াছড়িকে পরাজিত করেছে। টসে জিতে চাঁদপুর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে। দলের হয়ে তানজিল আখন্দ ৫০,সালমান জাহান ৫৩, ইমতিয়াজ আইমন ৪৪ এবং মাহমুদুল হাসান ৩৫ রান করেন। অতিরিক্ত রান হয় ২৩। খাগড়াছড়ির শুভ রহমান ২টি উইকেট পান। জবাবে খাগড়াছড়ি ৩৯.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে থোয়াই হ্লা চিন ৫০ বল খেলে সর্বোচ্চ ৭৩ রান করেন। ৭টি চার এবং ৫টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া সুজন মিয়া ১৯ রান করেন। বাকিদের কেইউ দ্বি–অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। চাঁদপুরের পক্ষে শাহিদ আফ্রিদি ৪টি উইকেট পান। ২টি করে উইকেট নেন অনিমেষ কর এবং ইলিয়াস আহমেদ।