চাঁদপুর মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ৭৫ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের ক্যাশিয়ারকে আসামি করে ব্যবস্থাপক থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনায় ক্যাশিয়ার দীপংকর ঘোষ ও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া ২ সেপ্টেম্বর বাদি হয়ে মতলব উত্তর থানায় মামলাটি করেন। খবর বিডিনিউজের।
অভিযোগসূত্রে জানা যায়, দীপংকর ঘোষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ব্যাংকের ভল্টে থাকা নগদ টাকা যথাযথ আছে কিনা তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ৩০ আগস্ট মতলব উত্তর থানার একটি সাধারণ ডায়েরি করা হয়। গত ১ সেপ্টেম্বর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে ভল্টের গ্রিল কাটা হয়। পরে চাঁদপুরে ব্যাংকের প্রধান শাখায় রক্ষিত ডুপ্লিকেট চাবি দিয়ে ভল্ট খোলা হয়। সবার উপস্থিতিতে গণনা করে ভল্টে ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়। মামলায় বলা হয়েছে, ক্যাশিয়ার দীপংকর ঘোষ কিছুদিন ধরে মাঝে মধ্যে একটি কাঁধের ব্যাগ নিয়ে আসতেন। ওই ব্যাগ নিয়ে তিনি অফিস ত্যাগ করতেন। তিনি ব্যাংকের ক্যাশ অফিসার হিসেবে কর্মরত থাকায় ব্যাংকের ভল্টের একটি চাবি তার নিকট রক্ষিত থাকাতে কৌশল অবলম্বন করে নিজে অথবা অজ্ঞাতনামারা ব্যাংকের ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন।
        











