পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদযাত্রার দ্বিতীয় দিনে গতকাল চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে ভিড় ছিল। অন্যান্য ট্রেনে যাত্রী ছিল স্বাভাবিক দিনের মতো। ঈদুল ফিতর উপলক্ষে রেল কর্তৃপক্ষ যাত্রীদের মাঝে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটের ১৬টি ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করেছিল। ট্রেনে ঈদের অগ্রিম টিকেটের যাত্রী পরিবহন গত সোমবার থেকে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল ঈদযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দুদিন তেমন ভিড় না থাকলেও আজ থেকে ভিড় বাড়বে বলে জানান রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা। আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। মূলত ঈদের ছুটি আজ থেকেই শুরু হয়ে গেছে। তাই আজ থেকে প্রতিটি ট্রেনে ভিড় বাড়বে।
চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, আজ (গতকাল) মঙ্গলবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে ভিড় ছিল। অন্যান্য ট্রেনে স্বাভাবিক দিনের মতোই যাত্রী ছিল। তবে বুধবার (আজ) থেকে প্রতিটি ট্রেনে ভিড় বাড়বে। গার্মেন্টস ছুটি হলে সবগুলো ট্রেনের ভিড় বেড়ে যাবে।
১৬টি আন্তঃনগর ও একটি স্পেশাল ট্রেন : চট্টগ্রাম থেকে ঈদযাত্রার প্রথম দিন থেকে ১৬টি আন্তঃনগর ট্রেনে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার। তিনি বলেন, ২৭ মার্চ থেকে চাঁদপুরগামী স্পেশাল ট্রেনটিও চলাচল শুরু হবে। চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
রেলওয়ে ২৪ মার্চ থেকে আগামী ৩০ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকেটের যাত্রী পরিবহন করবে। প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে বলে জানান স্টেশন মাস্টার।
এবার ঈদে চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেনসহ ১৭টি আন্তঃনগর, মেইল ও লোকাল মিলে প্রতিদিন ১৫ হাজার যাত্রী ট্রেনে করে নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন বলে জানা গেছে।
এদিকে ট্রেনের পাশাপাশি আন্তঃজেলার দূরপাল্লার বাসগুলোতেও ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়ছে। আন্তঃনগর বাস মালিক সমিতির এক কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে দূরপাল্লার এসি বাসের অগ্রিম টিকেট অনেক আগে বিক্রি হয়ে গেছে। এখন ঈদে বাড়ি ফেরা শুরু হয়েছে। অনেকে আগেভাগে পরিবার–পরিজন নিয়ে চলে যাচ্ছেন। আজ বুধবার সরকারি বন্ধের দিন হওয়ায় অনেকে চলে যাবেন। বৃহস্পতিবার থেকে সীমাহীন চাপ পড়বে। ঈদে অন্যান্যবারের মতো এবারও প্রতিদিন চট্টগ্রাম থেকে ৩০–৪০ হাজার যাত্রী যেতে পারবেন জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ৫০ থেকে ৬০টি রুটে প্রতিদিন ৫শ–৬শ গাড়ি যাবে যাত্রী নিয়ে।