চসিক স্বাস্থ্য বিভাগে সুরক্ষা সামগ্রী প্রদান

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কোভিড-১৯ টিকাদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরীকে করোনা প্রতিরোধক মাস্ক, স্যানিটা্‌ইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল রবিবার এসএন্ডএ গ্রুপের সিইও মোহাম্মদ শাহেদুল ইসলাম এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রুপন কান্তি দাশ, আবু ছালেহ, মোহাম্মদ রবউল হোসেন প্রমুখ। এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ করোনা বিপর্যয় রোধে মহামারীর শুরু থেকেই সাহসিকতার সাথে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। পাশাপাশি অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিও গ্রহণ করেছে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি প্রয়োজন আত্মসচেতনতা। করোনা সংক্রমণ হ্রাসে আত্মসচেতনতার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযোগব্যায়াম করোনার বিরুদ্ধে লড়তে শক্তিশালী ভূমিকা পালন করে
পরবর্তী নিবন্ধজুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা : মুক্তিযুদ্ধ মন্ত্রী