চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রুটিন টিকাদান কর্মসূচি ইপিআই জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গতকাল মঙ্গলবার আলকরণ চসিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে ইম্যুনাইজেশন রিভিউ সভা অনুষ্ঠিত হয়। চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বিভাগীয় কো–অর্ডিনেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডা. ইমং প্রু চৌধুরী, ডা. প্রসূন রায়। বক্তব্য রাখেন ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, ডা. হোসনে আরা বেগম। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিকদের স্বাস্থ্য সেবায় ৫৬টি স্বাস্থ্য কমপ্লেঙ পরিচালনা করছে। তারমধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে রুটিন টিকাদান কর্মসূচি। তিনি স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ইপিআই কার্যক্রমে নিয়োজিত সকলকে আন্তরিকতার সাথে ড্রপআউট কমানোর পরামর্শ দেন। একই সাথে টিকা ভ্যাকসিন ঘাটতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।