চসিক স্বাস্থ্য বিভাগের ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান ইপিআই কার্যক্রমে কভারেজ শতভাগ করার লক্ষ্যে চসিকে কর্মরত সকল জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান এবং বেসরকারি সংস্থা কর্মকর্র্তাদের নিয়ে ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরী সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অডিনেটর ডা. ইমং প্রু চেীধুরী। আরও উপস্থিত ছিলেন এও ইনচার্জ ডা. দীপা ত্রিপুরা, ডা. বুশরা তাবাসুম।
সভায় বক্তব্য রাখেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে। সভায় তথ্য উপাত্ত উপস্থাপন করেন ডা. সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ। সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মাননীয় সিটি মেয়র এম রেজাউল করিম চেীধুরীর নির্দেশে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক সফলতা অর্জন করেছে। তিনি দৈনন্দিন রুটিন টিকাদান কর্মসূচীর পাশাপাশি কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গণসচেতনেসতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুহীন দিনের পর এক দিনে ৭ মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্দরে ট্রাক চাপায় জাহাজ শ্রমিকের মৃত্যু