চসিক সিবিএ নেতা রতন দত্তের পরলোক গমন

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চসিক শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) সহ সাধারণ সম্পাদক ও সংস্থাপন শাখার উচ্চমান সহকারী রতন দত্ত করোনা আক্রান্ত হয়ে গতকাল সোমবার বেলা ২টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
তাঁর সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রতন দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জনান।
এছাড়াও রতন দত্তের অকাল মৃত্যুতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগণ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু সিদ্দিক
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ড. রাবেয়া খাতুনের ইন্তেকাল