চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালনোপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপরে টাইগারপাসস্থ চসিকের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন। সিবিএ সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন–সিনিয়র সহ সভাপতি জাহেদুল আলম চৌধুরী, সহসভাপতি মো. ইয়াছিন, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল মাসুদ, ক্রীড়া সম্পাদক কল্লোল দাশ, সদস্য মো. শফি, পুলক দাশ, যুগেশ দাশ, দিলীপ দাশ সহ শ্রমিক কর্মচারীগণ। প্রেস বিজ্ঞপ্তি।