চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েতবাজার (২২ নম্বর ওয়ার্ড) সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে জুবলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।
তিনি জানান, কোতোয়ালী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামাসহ ৪০ হাজার আসামি দেখিয়ে যে মামলা করা হয়েছে, ওই মামলায় সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এ সময় চট্টগ্রাম নগরের অন্য থানার পাশাপাশি কোতোয়ালি থানায় হামলার ঘটনা ঘটে এবং অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়া হয়। কারা প্রকৃতপক্ষে এ ঘটনা ঘটিয়েছে যদিও তা এখনো তদন্তাধীন।