‘চসিক রাজস্ব বিভাগকে আধুনিক ও সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে হবে’

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল৮ এর ওয়ারেন্ট অফিসার সমীর চক্রবর্তীর অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ অক্টোবর রাজস্ব সার্কেল কার্যালয়ে সার্কেলের কর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে ও মেজবাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা উপসচিব এসএম সরওয়ার কামাল।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোন৬ অভিষেক দাশ, চসিক আপিল বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আবুল বশর। বক্তব্য রাখেন উপকর কর্মকর্তা দিদারুল আলম, উপকর কর্মকর্তা আবদূল মান্নান, প্রধান সহকারী আলী আকবর, নিজাম উদ্দিন, মনসুর আলী, সালাহউদ্দিন, রতন ভৌমিক, ভবতোষ চৌধুরী, ওমর ফারুক, মাঈনুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগকে আধুনিক ও সময় উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাকর্মচারীদের নিষ্ঠা আন্তরিকতা ও সততার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর অতিকতর মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শ্রমিকদলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রকৃতি নির্ভর জীবিকা : কাপ্তাইয়ের নারীদের বুনো সবজির বাজার