চসিক মেয়রের জন্য কেনা হচ্ছে এক কোটি ৩০ লাখ টাকার গাড়ি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মে, ২০২১ at ৯:৩০ পূর্বাহ্ণ

প্রায় অর্থ সংকটের কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দায়িত্বশীল কর্মকর্তারা। অথচ এ অবস্থায়ও সিটি মেয়রের ব্যবহারের জন্য এক কোটি ৩০ লাখ টাকায় গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দরপত্র জমা দেয়ার শেষ দিন।
চসিক সূত্রে জানা গেছে, বর্তমানে সিটি মেয়র যে গাড়িটি ব্যবহার করেন সেটা ২০০৬ সালে কেনা। ওই সময় মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী। পরবর্তীতে মেয়র মনজুর আলমও গাড়িটি ব্যবহার করেন। তবে মেয়র থাকাকালে আ.জ.ম নাছির উদ্দীন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। ওই সময় গাড়িটি প্রকৌশল বিভাগ ব্যবহার করে।
এদিকে দীর্ঘ ১৫ বছর আগে কেনা গাড়িটিতে সাম্প্রতিক সময়ে ত্রুটি দেখা দেয়। সম্প্রতি মেয়রকে নিয়ে ঢাকা যাওয়ার সময় কুমিল্লায় ত্রুটি দেখা দেয় গাড়িটিতে। এছাড়া চকরিয়া যাওয়ার সময়ও ত্রুটি দেখা দিয়েছিল। এ অবস্থায় গাড়ি কেনার সিদ্ধান্ত নেয় চসিক। এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক আজাদীকে বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন আছে।

পূর্ববর্তী নিবন্ধদেখা যাবে সারা দেশে পূর্ণ চন্দ্রগ্রহণ আজ
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত গরমে গলে গেল জাতীয় গ্রিডের তার