চসিক আয়োজিত পক্ষকাল ব্যাপী অমর একুশে বইমেলা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই বইমেলার স্টল বরাদ্দ শুরু হয়েছে। লেখক প্রকাশকরা তাদের প্রকাশিত ১৫টি বইয়ের তালিকা ক্যাটালগসহ জমা দিয়ে স্টল বরাদ্দ নিতে পারবেন। স্টল বরাদ্দের ক্ষেত্রে সিঙ্গেল স্টল ৩ হাজার, ডাবল স্টল ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম যাচাই-বাছাইয়ের পর মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দেয়া যাবে। স্থান সংকুলান ও স্টল বরাদ্দ কমিটির বিবেচনা সাপেক্ষে স্টল বরাদ্দ দেয়া হবে। আবেদন ফরম ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট (www.ccc.gov.bd) অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ (ভধপবনড়ড়শ.পড়স/পঃম পরঃু পড়ৎঢ়) বা চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ওয়েবসাইট (www.ctgboimela.com) থেকে ডাউনলোড করে তা পূরণ করা যাবে। বিস্তারিত জানতে ০১৯১৫-৭৯৫১৪২ (আশেক রসুল টিপু) ও ০১৭১১-৪৭৩৩৩৫, ০১৮১৯-৬১৬৪৩৫, ০১৮১৯-৪২২৬১৮, ০১৮৩৯-৫৭৫৯৫৯ চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নাম্বারে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।