চসিক প্রশাসকের সাথে সাবেক মেয়র মনজুর সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল বৃহস্পতিবার সকালে টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে আসেন সাবেক মেয়র। এসময় প্রশাসক তাকে স্বাগত জানান। পরে নাগরিক বিভিন্ন বিষয়ে কথা বলেন দু’জনই।
প্রশাসক বলেন, সাবেক মেয়র ও আমি দু’জনই রাজনৈতিক কর্মী। রাজনীতি হচ্ছে সমাজ ও মানবসেবা। রাজনেতিক কর্মীরা যদি সংকীর্ণতা ভুলে ভিন্ন মতকে সহনশীলতার সাথে গ্রহণ করে তাহলে দেশের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন সম্ভব। এসময় তিনি কর্পোরেশনে তার দায়িত্বপালনকালে সাবেক মেয়র মনজুর আলমের সার্বিক সহযোগিতা কামনা করেন। মনজুর আলমও তার অভিজ্ঞতার আলোকে প্রশাসককে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করবেন বলে জানান। তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে কর্পোরেশনের ভর্তুকি দেয়ার প্রশংসা করে বলেন, দেশের কোনো সিটি কর্পোরেশন দুই খাতে বিনিয়োগ করেনি। প্রয়াত মেয়র মহিউদ্দীন চৌধুরীর উদ্যোগের ফলে এটি সম্ভব হয়েছে। এ দুই খাতকে এগিয়ে নিতে যে কোনো সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় অপমৃত্যুর মামলা
পরবর্তী নিবন্ধআমাকে যেতে হয়