চসিক প্রশাসকের সঙ্গে আঞ্জুমানে রহমানিয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রসাশক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে অন্যায় বাধা বিপত্তি এলে তা কিছুতেই গ্রাহ্য করা হবে না। সড়ক সংস্কার ও সম্প্রসারণ উদ্যোগকে ব্যর্থ করতে মহল বিশেষ রাজনৈতিক কুমতলব এবং অসৎ উদ্দেশ্যে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি পবিত্র ধর্মানুভূতিকে ইস্যু করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা অমর্যাদা করতে চাই না। গতকাল সকালে ষোলশহরস্থ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সেক্রেটারি, জামেয়া আহমদিয়ার সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও গাউছিয়া কমিটিসহ ওলামেয়া কেরামের সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসাইন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান সাবেক কাউন্সিলর পেয়ার মুহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, আল্লামা আশরাফুজ্জামান আলক্বাদেরী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মুহাম্মদ আনিসুজ্জামান, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ নঈমুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন উদ্ধার করল পুলিশ
পরবর্তী নিবন্ধঅস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে