চসিক প্রধান শিক্ষক ফোরামের নির্বাচন সম্পন্ন

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রধান শিক্ষক ফোরামের নির্বাচন গত ১০ এপ্রিল ফোরামের অস্থায়ী কার্যালয় বাগমনিরাম আ.র.সি.ক. বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি সুকুমার দেবনাথ, সাধারণ সম্পাদক আকতার হোছাইন, সহ-সাধারণ সম্পাদক টিংকু কুমার ভৌমিক, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন মাহমুদ, কার্যনিবাহী সদস্য-১ মো. শামসুল আলম, কার্যনিবাহী সদস্য-২ মো. সাইফুল্যাহ ও কার্যনিবাহী সদস্য-৩ মো. নেজামুল হক। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন মো. আবুল কাশেম। নির্বাচন কমিশনার ছিলেন রোমা বড়ুয়া ও সাবিনা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস শ্রমিকদের মাঝে মোস্তফা হাকিমের ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধবাকলিয়াতে মাদক ও সন্ত্রাসীদের নৈরাজ্য চলছে