‘সংকটে নেতৃত্ব দান, ভবিষ্যতের পুর্ননির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান শিক্ষক ফোরাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত ৫ অক্টোবর আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ও উপ-সচিব সুমন বড়ুয়া। ফোরামের সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক আক্তার হোছাইন, এ কে এম মোহাম্মদ উল্যাহ, মোশাররফ হোসেন মজুমদার, মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাত হোসেন মাহমুদ, রোমা বড়ুয়া, কমলেশ ধর ও কাজী খায়রল আনোয়ার (দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক)। প্রধান অতিথি দক্ষ মানব সম্পদ গঠনে শিক্ষকের ভূমিকা, করোনাকালীন অনলাইন শ্রেণি কার্যক্রমে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সস্পৃক্ততার বিষয়ে জোর দেন। আয়োজনে সহযোগিতায় ছিলেন ফোরামের অর্থ-সম্পাদক সুকুমার দেবনাথ। সঞ্চালনায় ছিলেন সহ-সম্পাদক টিংকু কুমার ভৌমিক। প্রেস বিজ্ঞপ্তি।