সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রয়াত সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন কর্মীদের সেবক উপাধী দিয়ে মর্যাদার আসীন করে গেছেন। এযাবতকাল সেবকদের জন্য এমন দরদী মানুষ আমি আর দেখিনি। সেবকদের পোশাক পরিচ্ছেদেও তিনি নতুনত্ব এনেছিলেন। তাঁর আদর্শের অনুসারী হিসেবে আমি গর্বিত। গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে সেবকদের নতুন পোশাক বিতরণকালে প্রশাসক একথা বলেন। এসময় চসিক প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।