চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভা গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভানেত্রী বেগম ফাতেমা বাদশা, সাবেক কাউন্সিলর জেসমিন খানম, সায়মা হক, মারিয়া সেলিম, কামরুন্নাহার লিজা, গোলজার বেগম, কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বাবুল, খাদিজা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহিলা দলকে শক্তিশালী করার মাধ্যমে আসন্ন চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ সকল কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনে জয়লাভ করতে ঐক্যবদ্ধ সংগঠনের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।