চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১২ বছরে নগরীর প্রায় প্রত্যেকটি এলাকা গডফাদার, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই এক যুগে আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচন করেনি। গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই দেশে আজ। ১০ টাকায় চাল, ঘরে ঘরে চাকরি, মা বোনদের ইজ্জত দিবে বলে সরকার ক্ষমতায় এসেছে। পক্ষান্তরে আজ চালের দাম ৫০ থেকে ৬০ টাকা, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আজ পথে পথে ঘুরছে। জনগণের সব প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রযন্ত্র আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। আইনের শাসন, কথা বলার মুক্ত চিন্তা এখন যেন সোনার হরিণ।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে ৪২ নম্বর পূর্ব নাছিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. শাহাদাত বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নাই। আগামী চসিক নির্বাচন শুধুমাত্র আন্দোলনের অংশ হিসাবে নয়, বিএনপি বিজয় অর্জনের জন্যই মাঠে নেমেছে।
সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মো. সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মাইনুল ইসলাম হুমায়ুন, মো. তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন আব্দুল হালিম স্বপন, আব্দুল হাই, কাজী শামসুল আলম, হাসান চৌধুরী ওসমান, নুরুল ইসলাম লেদু, হেলাল উদ্দিন, মো. কামরুল, মনির হোসেন মনু, ইব্রাহিম, এস এম শাহ আলম রব, শাহাবুদ্দিন হাসান বাবু, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, জাকির হোসেন সরল, আলী আজগর কাজল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।