চসিক নির্বাচনে জনগণকে সাথে নিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে

পাঁচলাইশে শাহাদাত

আজাদী ডেস্ক | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছে। বর্তমান অগণতান্ত্রিক সরকার এদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করেছে। যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাকে বর্তমান দখলদার সরকার হরণ করেছে। সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে নিজেদের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। সামনে চসিক নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ আসছে। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ভোট ডাকাতরা বাব বার আপনার ভোটাধিকার কেড়ে নিতে না পারে, তার জন্য জনগণকে সাথে নিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। গতকাল শুক্রবার বিকালে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেছেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাসী। চসিক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকার সত্যিকারভাবে নির্বাচন গ্রহণযোগ্য করতে চাইলে সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, দেশে গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী লীগের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পরে আছে। এই ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন হতে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই।
পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এস এম সাইফুল আলম, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, শামসুল আলম, জি এম আইয়ুব খান, মো ইদ্রিস আলী, আবদুল কাদের জসিম। আরো বক্তব্য রাখেন আব্দুর রহিম, মোহাম্মদ আবু ইউসুফ, মাহবুবুল আলম, মফজল কোম্পানি, বকতিয়ার আলম, আবুল বশর, আবসার উদ্দিন, মোহাম্মদ নূরু, মোহাম্মদ ইলিয়াস, ছৈয়দুল হক, জাহাঙ্গীর আলম, মো. ইসমাইল, আব্দুল হালিম কালু, বেলাল সরদার, মহি উদ্দিন জুয়েল, আনোয়ার হোসেন, এম এ হাসান বাপ্পা, রাশেদ খান টিপু, মহিউদ্দিন রুবেল, নাজিম উদ্দিন হিরু, ফিরোজ মাহমুদ, কাজী মহিউদ্দীন, খোরশেদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকরোনার শুরু চীনে নাকি অন্য কোনো দেশে
পরবর্তী নিবন্ধআ. লীগ মানুষকে যে স্বপ্ন দেখায়, তা বাস্তবায়ন করে