গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম হয়েছে, এমন অভিযোগে করা মামলায় গতকাল মঙ্গলবার ধার্য তারিখে শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত কর্তৃক করা নোটিশ অনুযায়ী বিবাদীরা হাজির না হওয়ায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ কায়রুল আমিন আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বেঞ্চ সহকারী মো. পারভেজ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গতকাল শুনানি হবে এমন আশায় আদালত কক্ষে হাজির ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মামলায় নোটিশ জারি হওয়ার পরও নির্বাচন কমিশন জবাব দিতে ব্যর্থ হয়েছে। এই সরকার একটি একদলীয় সরকার। এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচনে অনিয়ম, রেজাল্ট শীটের গরমিল এবং ভোট কারচুপি হয়েছে, এমন অভিযোগে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। আদালত সেটি গ্রহণ করে বিবাদীদের প্রতি নোটিশ জারি করেন।