চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় ও চসিক নারী ও শিশু উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে ১১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল মুরাদপুর করিমস আইকন কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১১ জন নারীর মাঝে এই সেলাই মেশিনগুলো বিতরণ করেন চসিক কাউন্সিলর ও চসিক নারী ও শিশু উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি জেসমিন পারভীন জেসী।
এসময় আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী রোকসানা আক্তার, নাহিদা বেগম, মনোয়ারা বেগম মিনু। অনুষ্ঠানে বক্তব্যে কাউন্সিলর জেসমিন পারভীন জেসী বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। তাই নারীদের স্বাবলম্বী করার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর আন্তরিক প্রচেস্টায় ইতিপূর্বে ১৭ জন ও আজ ১১ জনসহ সর্বমোট ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি।












