দীর্ঘদিনের বিভেদ ভুলে এক হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। সংগঠনের বিশেষ সাধারণ সভা করে নির্বাচন কমিশন গঠনে একমত হয়েছেন তারা। গত মঙ্গলবার বিকেলে লালদিঘী পাড়ে চসিক লাইব্রেরি কনফারেন্স হলে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির নতুন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শীঘ্রই নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশেষ সাধারণ সভায় সভাপত্বি করেন সংগঠনের (মেয়াদোত্তীর্ণ কমিটি) সাধারণ সম্পাদক আবু হেনা। মেয়াদোত্তীর্ণ কমিটির সহ– সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক মনোনীত নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি ও অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া। বক্তব্য রাখেন সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ–সভাপতি সেলিম উদ্দি ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিন, হাসান ওসমান গণি লিটন, অর্থ সম্পাদক মো. সবুর খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জামালউদ্দীন, দপ্তর সম্পাদক জাফর আহম্মদ ও আবুল কালাম আজাদ, মনজু মিয়া, মনজুর আহম্মদ।
উল্লেখ্য, ৫ আগস্টের পর বিভক্ত হয়ে পড়েন চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হয়ে আসছিল।