বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গতকাল রোববার বাদে যোহর নগর ভবনের এবাদত খানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করা হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র কোনো একটি দল বা গোষ্ঠীর নন তিনি জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার সংগ্রামী নেতৃত্ব ও সীমাহীন ত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি মো. ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলী, চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি আতিকুর রহমান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর খান, খাজা আলাউদ্দিন, হাসান ওসমান গণি, মঞ্জু মিয়া, মঞ্জুর আহমেদ, জাফর আহমেদ, মনসুর আলম, মো. আজাদ, জাহেদ, পারভেজ, ওমর ফারুক, আব্দুল মাবুদ, রমিজুল হক, জামশেদ মোহাম্মদ, মো. নাসির, মো. সাইফুল আলম, মো. সেলিম, মো. জসিম, সরওয়ার জাহান সাজু। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াহেদুল আলম।