চসিক কায়সার নিলুফার কলেজে রোভার সহচর ওরিয়েন্টেশন

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচর ওরিয়েন্টেশন গত বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি শেখ মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার আফজর রহমান এলটি, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্মসম্পাদক মোহাম্মদ এনাম।

গ্রুপ সম্পাদক অধ্যাপক শামসুল হক আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গার্ল ইন রোভার লিডার কনিকা চক্রবর্তী, সাবেক চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার, সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেট আলতাফুর মুনির ফাহিম, সিনিয়র রোভার মেট সায়েম ও সুমাইয়া প্রমুখ।

ওরিয়েন্টেশনে ৫০জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে স্কাউট প্রতিজ্ঞা, আইন, মটো, পদ্ধতি, উপদল, ক্রুমিটিং সহ বিভিন্ন বিষয়ের প্রাথমিক ধারণা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার দাবি