কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মেরিন ফিশারিজ একাডেমি মিলনায়তনে আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির শিক্ষক প্রীতি সম্মেলন, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমাসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চসিকের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, অধ্যক্ষবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সকাল ৯টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ চত্বর থেকে বাস যোগে শিক্ষকরা গন্তব্যে রওনা দেবেন। অনুষ্ঠানকে সফর করার জন্য চসিক পরিচালিত কলেজ শিক্ষকদের আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্ধার্থ কর। প্রেস বিজ্ঞপ্তি।











