চট্টগ্রামসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। এছাড়া চট্টগ্রামের ১৪ পৌরসভাসহ দেশের ৩২৩ পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। একইসঙ্গে চট্টগ্রামসহ দেশের ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।