সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) একাদশ এবং ইস্পাহানি স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জিতে শুভসূচনা করেছে। গতকাল ২৭ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সিটি কর্পোরেশন একাদশ ২ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স প্রথমে ব্যাট করতে পাঠায় সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের মাইনুদ্দিন রুবেল ৪১ বল খেলে সর্বোচ্চ ৫৭ রান করেন। ৫টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া অধিনায়ক শাহাদাত হোসেন দীপু ৪০ বলে সংগ্রহ করেন ৪২ রান। ৫টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। অন্যদের মধ্যে শামসুদ্দিন বাপ্পা ১৬ এবং সাইদুল ইসলাম ইমরান ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে নাকিব ২টি উইকেট পান। আরমান হোসেন এবং নাঈম হাসান ১টি করে উইকেট নেন।
জবাবে ব্রাদার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায়। খেলার প্রথম দিকে দ্রুত উইকেট হারায় ব্রাদার্স। এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৭ রান। সেখান থেকে ৬ষ্ঠ এবং ৭ম উইকেট জুটিতে যথাক্রমে ৩৫ এবং ৬০ রান যোগ হলে জয়ের আশা জাগে তাদের। কিন্তু ১ রানের ব্যবধানে ৮ম ও ৯ম উইকেটের পতন হলে তাদের পক্ষে জয় দেখা আর সম্ভব হয়নি। দলের সাদমান বিন খালেদের ২টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বল খেলে ৬১ রানের ইনিংসেই জয়ের আশা জেগেছিলে। শেষ বলে দলীয় ১৫২ রানে তিনি আউট হয়ে গেলে পরাজয় নিয়েই মাঠ ত্যাগ করতে হয় তাদের। এছাড়া দলের পক্ষে নাকিব ৩১, অধিনায়ক নাঈম হাসান ১৩,ওপেনার কাজী কামরুল ইসলাম ১২ এবং আবদুল কাদের রাসেল ১২ রান করেন। সিটি কর্পোরেশনের শামসুদ্দিন বাপ্পা ২২ রান দিয়ে ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন সাইদ হোসেন জয় এবং কৈলাশ নাথ। ১টি করে উইকেট পান সাজিদ আবদুল্লাহ এবং সাজ্জাদুর রহমান।
প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াড় শামসুদ্দিন বাপ্পা। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মাহবুব আলম, সদস্য আলী আকবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, চসিক মেয়র প্রতিনিধি আবদুল আহাদ রিপন। একই মাঠে দিনের অপর খেলায় ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ২ উইকেটে চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১২১ রান সংগ্রহ করে। দলের হয়ে মহিউদ্দিন ২৪,নাজিমুদ্দিন সাব্বির ১৯,মেহেরাব খান ১৯,তারেক কামাল ১৬,সাদিকুর রহমান ১৪ এবং হাবিবুল হোসেন জাহিদ ১৪ রান করেন। ইস্পাহানির পক্ষে শাহাদাত হোসেন ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। ইফরান হোসেন পান ২টি উইকেট। জবাবে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব এক বল বাকি থাকতেই জয়ের দ্বারে পৌঁছে যায়। ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১২২ রান তুলে নেয়। দলের হয়ে শাবান উদ্দিন তৌসিফ ৩০ বল খেলে ৩৪ রান করেন ২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে।
এছাড়া সাজেদ রিফাত অপরাজিত ২০, আবদুল মুমিন মিনহাজ ১৯,আবু নাসের হৃদয় ১০ এবং আরশি হান্নান মিহন অপরাজিত ১০ রান করেন। বন্দরের সাদিকুর রহমান ১২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। ২টি উইকেট পান শাহরিয়ার মাহিম। ১টি করে উইকেট নেন শাহাদাত বাবু, মহিউল পাটওয়ারি এবং ইকবাল বাহার। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের শাহাদাত হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন এবং তাসবীর হাকিম।
আজকের খেলা: শতদল ক্লাব–রাইজিং স্টার জুনিয়র (সকাল ৯টা),রাইজিং স্টার ক্লাব–ফ্রেন্ডস ক্লাব(দুপুর ১টা)।











