চসিকে চার কর্মচারীর পদাবনিত

জাল সার্টিফিকেট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

জাল সার্টিফিকেট দেয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের চার কর্মচারীর পদাবনিত হয়েছে। তাদের পরিচ্ছন্ন সুপারভাইজার পদ থেকে সরিয়ে সাধারণ শ্রমিক করা হয়েছে। গত মঙ্গলবার চসিক সচিব এ সক্রান্ত অফিস আদেশ জারি করেন। অবশ্য পরিচ্ছন্ন বিভাগ তাদের ‘প্রতারণা’ করার অপরাধে তাদের চাকরি থেকে অব্যহতি দেয়ার সুপারিশ করেছিল। পদাবনতি হওয়া চার কর্মচারী হলেন- মো. রাশেদুল ইসলাম, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহিম ও মো. জামাল হোসেন।
পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন সুপারভাইজার কম থাকায় ২০১৯ সালের ২ সেপ্টেম্বর তাদেরকে ডোর টু ডোর প্রকল্পের সেবক থেকে পরিচ্ছন্ন সুপারভাইজারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। এর আগে সেবক থেকে পরিচ্ছন্ন সুপারভাইজার নিয়োগে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপিসহ দরখাস্ত আহবান করা হলে রাশেদ, হেলাল, ইব্রাহিম ও জামালও আবেদন করে। পরবতীতে মূল সনদ চাইলে তারা জমা দিতে পারেনি। প্রসঙ্গত, পরিচ্ছন্ন সুপারভাইজার পদের শিক্ষাগত যোগ্যতা এই.এস.সি পাশ বাধ্যতামূলক।
এদিকে চসিকের সচিব স্বাক্ষরিত পরিচ্ছন্ন সুপারভাইজার এর অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যহতি দেয়া পত্রে বলা হয়েছে, ‘মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে অফিসকে বিভ্রান্ত করে পরিচ্ছন্ন সুপারভাইজারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় তাকে পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। শেষ বারের মত কঠোরভাবে সতর্ক করা হলো। সার্ভিস বই/ নথিতে লালকালিতে চিহ্নিত করা হলো। যা ভবিষ্যৎ সূত্র হিসেবে ব্যবহৃত হবে। তবে মানবিক কারণে সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়া হলো।’

পূর্ববর্তী নিবন্ধনতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ
পরবর্তী নিবন্ধসরকারি টিকা নিলেন কূটনীতিকরাও