চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিভিন্ন বিভাগ থেকে একযোগে বদলি করে ১২জনকে সংরক্ষিত ওয়ার্ডে সেক্রেটারি করা হয়েছে। ২১ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার জন্য গতকাল অফিস আদেশ জারি করেছেন চসিকের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।
এতে বলা হয়, ‘কর্পোরেশনের কাজের স্বার্থে বদলি আদেশ জারি করা হয়েছে’। এর আগে ২০২০ সালের ১৭ আগস্ট এক যোগে ৪৬ ওয়ার্ড সেক্রেটারিকে একসঙ্গে বদলি করা হয়েছিল। গতকাল বদলিকৃতদের মধ্যে সাধারণ শাখার উচ্চমান সহকারী মো. সাইফুল আলমকে ২নং সংরক্ষিত ওয়ার্ডে, আলকরণ ওয়ার্ড জন্মনিবন্ধনসহকারী শাহীন উল ইসলামকে ৩ নং সংরিক্ষত ওয়ার্ডে, সাধারণ শাখার অফিস সহকারী জালাল আহমেদকে ৫নং সংরক্ষিত ওয়ার্ডে, দেওয়ান বাজার ওয়ার্ড সেক্রেটারি সৈয়দা মাহফুজা বেগমকে ৬নং সংরক্ষিত ওয়ার্ডে, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ নুরুচ্ছফাকে ৭নং সংরক্ষিত ওয়ার্ডে, রামপুর ওয়ার্ড সেক্রেটারি বাসু তালুকদারকে ১০নং সংরক্ষিত ওয়ার্ডে, স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কল্যাণকর্মী অঞ্জন চক্রবর্তীকে রামপুর ওয়ার্ডে, দক্ষিণ মধ্যম হালিশহরের ওয়ার্ড সেক্রেটারি খোরশেদ আলমকে ১২ নং সংরক্ষিত ওয়ার্ডে এবং সংস্থাপন শাখার উচ্চমান সহকারী মনসুর আলীকে ১৪ নং সংরক্ষিত ওয়ার্ডে বদলি করা হয়েছে। এছাড়া জনসংযোগ শাখার অফিস সহকারী রাজীব আচার্য্যকে আলকরণ ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী পদে বদলি করা হয়।