চসিকের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের সভা

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

চসিক পরিচালিত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্কুল ম্যানেজিং কমিটির সভা গতকাল রোববার টাইগারপাসস্থ চসিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর নূর মোস্তফা টিনু, আবদুল মান্নান, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, জরিনা মফজল কলেজের অধ্যক্ষ হাজেরা খাতুন, কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বড়ুয়া, বাগমনিরাম আবদুর রশীদ সিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথসহ কলেজের গভর্নিং বডি ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পাগলা কুকুর ও সাপের কামড়ে আহত ২০
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার মডেল ল্যাব সিলগালা