চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়কবাতি সুইচ অন–অফে নিয়োজিতদের সম্মানী ভাতা বাবদ ১২ লক্ষ ৫৫ হাজার টাকা হস্তান্তর করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ১হাজার ৪৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের মধ্যে প্রথম পর্যায়ে ৫০২ জনের প্রত্যেকের কাছে আড়াই হাজার টাকা হিসেবে এই সম্মানী ভাতা বিতরণ করেন তিনি। ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আঞ্জুমান আরা, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী সালমা খাতুন, সহকারী প্রকৌশলী সাফকাত বিন আমিন, আবদুল্লাহ মো. হাশেম সহ সুইচ অন–অফকারি ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতগণ। প্রধান অতিথি চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, যারা ধর্মীয় দায়িত্ব পালন করছেন তাদেরকে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবাধর্মী প্রতিষ্ঠানে যে কোন ব্যক্তি স্ব–স্ব অবস্থান থেকে কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারেন। নগরীর মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দির–প্যাগোডার পুরোহিতগণের চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদারীত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, নগরীর প্রায় ৭০ লক্ষ মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় নেতাগণ সড়ক–বাতির সুইচ অফ–অন করে রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে বিদ্যুৎ অপচয় রোধ করছেন। এই গুরু দায়িত্ব সকাল–সন্ধ্যায় সম্পাদনের জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।–প্রেস বিজ্ঞপ্তি