নগরীর সার্সন রোড এলাকায় মশাল, ইট ও লাঠি হাতে সরকার বিরোধী মিছিল করার ঘটনায় চসিকের সাবেক দুই কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল এসআই শফিউল আজম বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে আছেন, ১৫ নং বাঘমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনু, একই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান, চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি মাহমুদুল করিম ও সেক্রেটারি সুভাষ মল্লিক সবুজ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সহসভাপতি মিজানুর রহমান। মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার নগরীর সার্সন রোড এলাকায় মশাল, ইট ও লাঠি হাতে সরকার বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ কর্মকাণ্ড ঘটিয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দৈনিক আজাদীকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।