চসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা থেকে চসিকের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

থানা সূত্র আরো জানায়, মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা একটি মারামারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় ভিকটিম সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অভিযোগ আনা হয় সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে। গ্রেপ্তার ইলিয়াছ ঐ মামলার ১ নং আসামি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরেহানা ও ছেলেমেয়ের প্লটে অনিয়ম, দুদকের ৩ মামলায় হাসিনাও আসামি
পরবর্তী নিবন্ধআমদানির ৭২১ বস্তা চাল নিয়ে বন্দরে ১০ দিন আটকা তিনটি ট্রাক