চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক প্রকৌশলীসহ দুইজনকে তথ্য গোপন করায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এরা হচ্ছেন যান্ত্রিক শাখার উপ–সহকারী প্রকৌশলী অপূর্ব দেবনাথ ও অফিস সহকারী তবলু দাশ। গতকাল তাদের এ নোটিশ দেন যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের। তিনি নোটিশ দেয়ার বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।
অপূর্ব দেবনাথকে করা শোকজ সূত্রে জানা গেছে, নথি উপস্থাপন বিষয়ে পূর্বেও তাকে নোটিশ দেয়া হয়। এর জবাবে তিনি ভুল তথ্য উপস্থাপন করেন। নোটিশে বলা হয়, একটি অপরাধকে ঢাকতে গিয়ে পুনরায় মিথ্যার আশ্রয় আপনার অপরাধকে আরো দৃঢ় করেছেন। যা সম্পূর্ণ অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই একটি অপরাধকে ঢাকতে গিয়ে পুনরায় মিথ্যার আশ্রয়সহ দ্বিতীয়বার অগ্রহযোগ্য অপরাধের কারণে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা তিন কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয় নোটিশে।
তবলু দাশকে দেয়া নোটিশ সূত্রে জানা গেছে, তিনি ১২ লাখ ৬০ হাজার বিলের নথির পরিবর্তে ২৫ লাখ ২০ হাজার টাকা পরিশোধের জন্য নথি উপস্থাপন করেন। নোটিশে বলা হয়, ১০ শতাংশ জামানত ফেরতের নথি উপস্থাপনের পূর্বে বিল পরিশোধের সকল তথ্য উপাত্ত অবগত হওয়া বাধ্যতামূলক। এরপরও অতিরিক্ত বিল পরিশোধের জন্য নথি উপস্থাপন করেছেন। যা কর্তব্য কাজে অবহেলা, তথ্য গোপন করে যোগসাজশে ঠিকাদারকে অনৈতিক সুবিধা প্রদান করে কর্পোরেশনের আর্থিক ক্ষতি সাধন ইত্যাদি সরকারি–কর্মচারী বিধিমালা অনুযায়ী অফিস–শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।












