চসিকের মশক নিধন কর্মকর্তা কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার বিলুপ্ত কমিটির সহ সভাপতি সরফুল ইসলাম মাহিকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা। গত মঙ্গলবার নগরীর টাইগারপাস এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে আটক করে। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর গত বুধবার কোতোয়ালী থানা পুলিশ ছাত্রলীগের এই নেতাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আবেদনের প্রেক্ষিতে সরফুলকে কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর কোতোয়ালীতে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়। নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবার্জের ধাক্কায় ভেঙে দ্বিখণ্ডিত ইনানী জেটি
পরবর্তী নিবন্ধকালীর ছড়া খালের আরো চার কিমি অংশ অবৈধ দখলমুক্ত