চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস

১৫ দিনের সফরে মালয়েশিয়ায় গেলেন রেজাউল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ব্যক্তিগত সফরে ১৫ দিনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মালয়েশিয়া গেছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন চসিকের বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. গিয়াস উদ্দিন। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে সকালে রেজাউল করিম চৌধুরী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে বহাদ্দারহাটস্থ নিজ বাসভবন থেকে রওয়ানা হন। সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমাবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী ২৫ মে বিকেলে দেশে ফিরে আসবেন।

যাত্রাকালে সিটি মেয়রকে বিদায় জানান ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, এসরারুল হকও সংক্ষিত কাউন্সিলর ও চসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করে মো. গিয়াস উদ্দিন চসিকের কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগর উন্নয়ন ও নাগরিক সেবায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরে কার্যক্রম শুরু করেনি জাতিসংঘ
পরবর্তী নিবন্ধসরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে : ফখরুল