চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম

সিঙ্গাপুর গেলেন মেয়র রেজাউল করিম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

দ্যা ওয়ার্ল্ড সিটিস সামিট ২০২৪’ এ যোগদান ও ব্যক্তিগত চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এর আগে গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান মেয়র।

সিটি মেয়র সিঙ্গাপুর অবস্থানকালীন প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর আফরোজা কালাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। আগামী ১২ জুন দেশে ফেরার কথা রয়েছে মেয়রের।

এদিকে গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ্‌ আহম্মদ চৌধুরী, আবদুল মান্নান, আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, সাইফুল করিম চৌধুরী ও চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ২টি এলজিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধরাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়