চসিকের বাজেট ঘোষণা আজ

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২৪২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আজ। সকাল ১১টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে মেয়র রেজাউল করিম চৌধুরী এ বাজেট ঘোষণা করবেন।

এ বাজেটকে সামনে রেখে গত ১৫ মে প্রথমবারের মতো চট্টগ্রামের অর্থনীতিবিদ ও সুধীজনদের নিয়ে প্রাক বাজেট আলোচনা সভা’র আয়োজন করে চসিক। ওই সভায় বাজেট প্রণয়ণের ক্ষেত্রে নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়াসহ নানা সুপারিশ করা হয়। আজ ঘোষিত বাজেটে এর কতটুকু প্রতিফলন ঘটেছে তা পর্যবেক্ষণ করবেন নাগরিকরা। মেয়র রেজাউল করিম চৌধুরী আজাদীকে বলেন, নগর উন্নয়নই প্রাধান্য পাবে বাজেটে। একটা ইন্টারন্যাশনাল মাল্টিপারপাস কনভেনশন হল করার পরিকল্পনা আছে, সেটাও অর্ন্তভুক্ত থাকবে বাজেটে।

জানা গেছে, চসিকের ২০২৩২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা। আজ বিশেষ সাধারণ সভায় এর সংশোধিত বাজেটও অনুমোদিত হবে।

চসিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লক্ষ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ওই বছরের ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর আজ চতুর্থ বাজেট ঘোষণা করবেন তিনি।

চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির আজাদীকে জানান, গতবারের চেয়ে এবার বাজেটের আকার বাড়তে পারে। সড়ক নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও যন্ত্রপাতি ক্রয়ে তিনটি নতুন প্রকল্পের বিপরীতে বরাদ্দ রাখা হবে এবারের বাজেটে। গত অর্থবছরের বাজেট বাস্তবায়নের হারও পূর্বের চেয়ে বেড়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার
পরবর্তী নিবন্ধবান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত