চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২৩–২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আজ। সকাল ১১ টায় আন্দরকিল্লাস্থ নগর ভবনে মেয়র রেজাউল করিম চৌধুরী এ বাজেট ঘোষণা করবেন। চসিকের ২০২২–২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল দুই হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। আজ বিশেষ সাধারণ সভায় এর সংশোধিত বাজেটও অনুমোদিত হবে।
জানা গেছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লক্ষ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ওই বছরের ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর আজ তৃতীয় বাজেট ঘোষণা করবেন তিনি।