চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্তমান পর্ষদের (ষষ্ঠ) তিন বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ আয়োজন করা হয়েছে। আজ সকালে নগরের পাঁচলাইশস্থ একটি কনভেনশন সেন্টারে এ সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে যোগ দিতে গত রাতে নগরে আসেন তিনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুলে তাকে স্বাগত জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
জানা গেছে, ২০২১ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লক্ষ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি।












