চসিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ কর্মশালা

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

চসিক স্বাস্থ্যবিভাগ ইউএসএআইডিএস লোকাল হেলথ্‌ সিস্টেম সাস্টেবিলিটি (এলএইচএসএস) প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় গত ১০, ১১ ও ১৩ আগস্ট তিন দিনব্যাপী ইএসপি সার্ভিসেস প্যাকেজের উপর চট্টগ্রাম সিনিয়রস্‌ ক্লাবে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সিটি কর্পোরেশন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে ২৪ জন ডাক্তার অংশগ্রহণ করেন। প্রকল্পের দক্ষতা উন্নয়ন সমন্বয়কারী মো. সোহেল রানার আয়োজনে আঞ্চলিক সমন্বয়কারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রির্সোস পার্সন ছিলেন ডা. মুহাম্মদ আবদুস সবুর, ডা. সেহেলি নার্গিস, অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডা. কামরুন নেছা রুনা, ডা. সুমন বড়ুয়া, ডা. এম এ ফয়েজ, ডা. মোহাম্মদ শাওন প্রমুখ। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, চসিক স্বাস্থ্যবিভাগে কর্মরত সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীগণকে এল এইচ এস এস প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করা হবে। যার ফলে নগরবাসী আরো উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম সহজীকরণে গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু