দায়িত্বগ্রহণের তিন বছর ৬ মাস ৪ দিনের মাথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করা হয়েছে। তার স্থলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়। তিনি চসিকের ইতিহাসে দ্বিতীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল স্থানীয় সরকার বিভাগ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। এছাড়া অপর প্রজ্ঞাপনে একই আইনের ২৫ক–এর উপধারা (১) প্রয়োগ করে চট্টগ্রামসহ দেশের ১২ সিটি কর্পোরশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টায় টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক মো. তোফায়েল ইসলামের চসিক বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
জানা গেছে, ২০২১ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লক্ষ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। একই বছরের ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। সর্বশেষ গতকাল তাকে অপসারণ করা হয়। ওই হিসেবে মাত্র তিন বছর ৬ মাস ৪ দিন দায়িত্বে ছিলেন তিনি।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান রেজাউল করিম চৌধুরী। এরপর থেকে গতকাল পর্যন্ত অফিস করেননি তিনি। এতে প্রশাসনিক কাজে স্থবিরতা আসায় এবং জনসেবায় বিঘ্ন ঘটায় গত ১৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়। এরপর ১৭ আগস্ট স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। এতে বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা দেয়া হয়। চসিক সূত্রে জানা গেছে, ১৯৮৯ খ্রিস্টাব্দে তৎকালীন চট্টগ্রাম পৌর কর্পোরেশনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। এরপর ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত পাঁচজন মেয়র দায়িত্ব পালন করেন। এরপর করোনা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত থাকায় ২০২০ খ্রিস্টাব্দের ৬ আগস্ট থেকে ২০২১ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। সর্বশেষ তাকে অপসারণ করায় দ্বিতীয়বারের মতো প্রশাসক নিয়োগ দেয়া হয়। অবশ্য ১৮৬৩ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পৌরসভার যাত্রা শুরু হয়। যা ১৯৮২ খ্রস্টাব্দে চট্টগ্রাম পৌর কর্পোরেশনে রূপান্তরিত হয়। ১৯৮২ খ্রিস্টাব্দ থেকে ১৯৮৯ পর্যন্ত সময়ে চারজন প্রশাসক দায়িত্ব পালন করেন।